অর্থের বিনিময়ে সার্চ ইঞ্জিন যুক্ত করেছে ওপেনএআইয়ের চ্যাটজিপিটি।আগামি কিছু দিনের মধ্যে এআই সার্চ ইঞ্জিন বিনামূল্যে শিক্ষাপ্রতিষ্ঠান ও এন্টারপ্রাইজ ব্যবহারকারীদের জন্য চালু  করার পরিকল্পনার রয়েছে এই প্রতিষ্ঠানের।



নতুন এই সুবিধার ফলে চ্যাটজিপিটি ব্যবহারকারী ও চ্যাটজিপিটি প্লাস ব্যবহারকারী সরাসরি ওয়েব থেকে তথ্য হালনাগাদ করতে পারবে।বর্তমানে চ্যাটজিপিটি অ্যান্ডুয়েড,আইওএস,ম্যাক ও উইন্ডোজ ব্যবহারিকারিরা এই সুবিধা ব্যবহার করতে পারছেন।চ্যাটজিপিটি প্রথমে এআই সার্চইঞ্জিন আনার ঘোষনা দেয়।



তখন ধারনা করা হয়েছিল সার্চ জিপিএ নামের কোন আলাদা অ্যাপ্লিকেশন চালু করবে ওপেনএআই।কিন্ত ওপেনএআই অন্য কোন অ্যাপ্লিকেশন না এনে চ্যাটজিপিটিতেই এই সার্চ সুবিধা চালু করেছে।ফলে একই ওয়েব বা অ্যাপ্লিকেশন একসাথে দুই সুবিধা ব্যবহার করতে পাচ্ছে ব্যবহারকারীরা।



এই সুবিধার ফলে একটি ব্যবহারকারী চ্যাটের মধ্যেই ওয়েব থেকে প্রাসঙ্গিক তথ্য পেতে পারে।এই ছাড়া ব্যবহারকারী ম্যানুয়াল সার্চ সুবিধাও ব্যবহার  করে তথ্য খুজতে পারবে।এই সার্চ ইঞ্জিনের ফলে  ওপেনএআই মাইক্রোসফটের কো-পাইলট বা গুগলের জিমিনির মতো এআই সঙ্গে প্রতিযোগিতায় টিকে থাকবে।আরো জানা গেছে, এই এআইটি বিভিন্ন এআই মাধ্যমে সমন্বয়ে তৈরি করা হয়েছে,তাই ব্যবহারকারী তথ্য জানার ক্ষেত্রে আরো গভীরভাবে অনুসন্ধান করে তথ্য হালনাগাদ করতে পারবে।



জুলাই মাসের প্রথমে বেশ কিছু ব্যবহারকারীকে নিয়ে এই সার্চ সুবিধাটি পর্যবেক্ষন করা হয়েছে।ওপেনএআইয়ে বলা হয়েছে,নতুন এই সার্চ ইঞ্জিনটি এমনভাবে তৈরি করা হয়েছে যাতে করে,ব্যবহারকারী তথ্য জানার ক্ষেত্রে আরো কাক্ষিত ও সহজেই তথ্য পেতে পারে তার একটি মডেল।তাছাড়া ব্যবহারকারীর তথ্য জানার ক্ষেত্রে সহজ হবে,তাই এই এআইটিতে তথ্য জানার ক্ষেত্রে চ্যাটের সঙ্গে উৎস হিসেবে প্রতিবেদন ও প্রতিটি ব্লগ পোষ্টের লিংক দেওয়া থাকবে।



কিভাবে চ্যাটজিপিটির সার্চ ইঞ্জিন ওপেন করবেন:


প্রথমে গুগলে Chatgpt লিখে সার্চ দেন।তারপর নিচের ছবির মতো দেখতে পারবেন। এই রকম আসলে Introduceing Chatgpt তে ক্লিক করুন। 





তারপর নিচের মতো Try Chatgpt তে ক্লিক করুন।



তারপর নিচের ছবির মতো দেখতে পারবেন। আপনি যদি আরো ভালো মানের  Ai এর অনুভব পেতে চান,তাহলে Subscription কিনে নিতে পারেন।ওইটাতে আপনি আরো ভালো কিছু ফিচার দেখতে পারবেন। 


আরো টেক নিউজ পেতে আমাদের ওয়েবসাইটে নিয়মিত ভিজিট করুন🥰

Leave a Comment