বর্তমান সময়ে এক মূহর্ত ইন্টারনেট ছাড়া কল্পনা করা যায় না।দৈনন্দিন জীবনে ইন্টারনেটের প্রসার দিন দিন বেড়েই চলেছে,অফিস আদালত থেকে শুরু করে ছোটখাটো ব্যববসা প্রতিষ্ঠানে আজকাল ইন্টারনেট ব্যবহার লক্ষ্য করা যায়।ইন্টারনেট ব্যবহারের কারণে বিভিন্ন জায়গায় আমরা আমাদের তথ্য দিয়ে থাকি।কিন্তু মনের অগোচরে যদি কেউ আমাদের ব্যক্তিগত তথ্য অনুমতি না নিয়েই হাতিয়ে নেয় তখনি হয় বিপত্তি।তাই আজকে আমি আলোচনা করবো কিভাবে আপনার ইন্টারনেটকে আরো গতিময় ও সিকিউর করবেন।তো চলুন শুরু করা যাক,এই বিষয়ে লিখা।
1.1.1.1 WARP কি?
WARP একটি ভিপিএন হলেও,এটি কিন্তু অন্য সব VPN এর মতো নয় কিংবা এর কার্যপদ্বতি অন্য সব ভিপিএন এর মতো নয়।WARP নতুন এক পদ্ধতিতে কাজ করে।
২০১৮ সালে সর্বপ্রথম Cloudflare 1.1.1.1 WARP অ্যাপ্লিকেশন চালু করে।যার কাজ ছিল মূলত আপনার ইন্টারনেট সার্ভিস প্রভাইডারের ডিফল্ট DNS এর পরিবর্তে Cloudflare এর নিজিস্ব 1.1.1.1 DNS সার্ভার ব্যবহার করে আপনার নেটওয়ার্ক সিস্টেম চেঞ্জ করা।এর ফলে আপনার ইন্টারনেটের গতি বৃদ্ধি ও আপনার ইন্টারনেট আরো বেশি সিকিউর হবে।আমরা যারা ইন্টারনেট ব্যবহার করি, তারা মূলত বিভিন্ন সার্ভার ব্যবহার করি যেমন, Google,Facebook, YouTube ইত্যাদি।1.1.1.1 WARP মূলত এইসব সার্ভারকে চেঞ্জ করে তাদের নিজস্ব সার্ভাররে DNS চেঞ্জের মাধ্যমে ইন্টারনেটকে আরো সিকিউর কর তোলে।
আপনি যখন Cloudflare DNS ব্যবহার করবেন তখন আপনার ইন্টারনেট গতি আগের থেকে অনেকটা ফাস্ট মনে হবে,কেননা Cloudflare DNS গুগল বা অন্যান্য সার্ভার থেকে ফাস্ট।WARP হলো Cloudflare একটি অংশ।WARP যখন VPN এর সাথে কানেক্টেড হয় তখন আপনার ইন্টারনেটের কিছুটা পরিবর্তন বা একটি লেয়ার সৃষ্টি হয়।অপরপক্ষে,WARP হলো একটি VPN,কিন্তু এটি অন্য সব ভিপিএনের মতো নয় বা এর কার্যপদ্ধতি অন্য সব ভিপিএন থেকে আলাদা।
VPN ও WARP মধ্যে তুলনা:
VPN হলো (Virtual Private Network) এমন এক নেটওয়ার্ক টুল যা আপনার ইন্টারনেটকে প্রাইভেট করে আর আপনার লোকেশন অন্য দেশে দেখায়,যার সাহায্যে অন্য দেশের কনটেন্ট অ্যাকসেন্স দিতে সাহায্য করে।
আপনি কি জানেন, ভিপিএন কিসের জন্য তৈরি করা হয়ছিল,আপনাকে রিমোট নেটওয়ার্কের সাথে ডিরেক্ট ও সিকিউরভাবে কানেক্টড করার জন্য।VPN কখনো এনকিপ্ট প্রয়োজন হয় না এবং এটি আপনার ইন্টারনেটের ট্রাফিক লুকাতে পারে না তবে এটি আপনার ইন্টারনেটের লোকেশন লুকাতে পারে।এমন কিছু ভিপিএন আছে যা এনকিপ্ট করে এবং আপনার পরিচয় লুকাতে পারে,যা ইন্টারনেটে আপনাকে সমস্থ জায়গায় অ্যাক্সেস দিয়ে থাকে।
কিন্তু WARP কোন এই ধরনের ভিপিএন না বরং এর গতিবিধি কোন ভিপিএনের মতো কাজ করে না।
1.1.1.1 WARP কিভাবে কাজ করে
WARP হলো একটি ভিপিএন যা আপনার ইন্টারনেটে আইপিকে হাইড করে আপনাকে সুরক্ষা প্রদান করে।1.1.1.1 WARP আপনার যেকোন লোকাল নেটওয়ার্কের আনসিকিউর নেটওয়ার্ককে সিকিউর করে।তাছাড়া যখন আপনার ইন্টারনেটের নেটওয়ার্ক কোন লোকাল হোস্টে বা DNS এর কানেক্ট হয় তখনি যদি আপনি 1.1.1.1 WARP ব্যবহার করেন তাহলে আপনার ইন্টারনেটে নিরাপত্তা আরো বেড়ে যায়।
এটি আসলে আপনার ইন্টারনেটে Public DNS কে 1.1.1.1 WARP DNS এ নিয়ে সবচেয়ে বেশি স্পিড ও সিকিউর করে আপনার ইন্টারনেটকে।তবে মনে রাখবেন, আপনি যদি আপনার পরিচয় লুকিয়ে ইন্টারনেটে ঘোরাঘুরি পছন্দ করেন তাহলে এই অ্যাপ আপনার জন্য নয়,আগেই বলেছি এই অ্যাপ শুধু আপনার ইন্টারনেট সার্ভিস প্রভাইডারের ডিফল্ট DNS এর পরিবর্তে Cloudflare এর নিজিস্ব 1.1.1.1 DNS সার্ভার ব্যবহার করে আপনার নেটওয়ার্ক সিস্টেম চেঞ্জ করে যার ফলে আপনি ইণ্টারনেটের গতি বৃদ্ধি ও আপনার ইন্টারনেট আরো বেশি সিকিউর হয়।
কিভাবে 1.1.1.1 WARP ডাউনলোড করবো :
আপনার ফোনে Goolge Play Store নামের একটি অ্যাপস আছে,সেটি ওপেন করে তারপর 1.1.1.1 WARP লিখে সার্চ করলই পেয়ে যাবেন।
ইনস্টল করার পর আপনার ফোনে অ্যাপস ওপেন করে সকল টার্মস ও পলেছি চেক করে,অ্যাপসটি ব্যবহার করেত পারেন।
নিত্যনতুন সকল টিপস পেতে আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন।ধন্যবাদ
Leave a Comment