বর্তমান যুগে প্রযুক্তি শিক্ষা একজন শিক্ষার্থীকে আরো বেশি বুদ্ধিমান ও পড়ালেখায় আগ্রহ করে তোলেছে।প্রযুক্তি নির্ভর শিক্ষা এই যুগের শিক্ষার্থীদের জন্য বিভিন্ন অ্যাপস তাদের পড়াশোনাকে আরো সহজ ও সুবিধাজনক করে তোলেছে।অনেক অ্যাপস আছে যেগুলো শিক্ষার্থীকে মনোযোগ বাড়াতে,দক্ষতা অর্জনে ও সময় বাচাতে সাহায্য করবে।তো চলুন নিচে কিছু অ্যাপস নিয়ে আলোচনা করা হলো যেগুলো একজন শিক্ষার্থীর জন্য খুবই গুরুত্বপূর্ণ অ্যাপস।



খান একাডেমি:

খান একাডেমি, একটি বিশ্বব্যাপি পরিচিত ও শিক্ষামূলক অ্যাপস।এই অ্যাপস বিভিন্ন লেকচারের উপর ফ্রি ভিডিও ও অনুশীলন প্রদান করে থাকে যা একটি শিক্ষাথীর জন্য অনেক উপকারী। গনিত,বিঙ্গান,অর্থনীতি,আর্টস,ইতিহাস আরো অনেক বিষয়ের উপর বিভিন্ন কোর্স রয়েছে। এই অ্যাপসের মধ্যে প্রায় ১০ হাজারেও বেশি 


তাছাড়া এই খান একাডেমীতে গুগল বা ফেসবুকের মাধ্যমে সাইন ইন করা যায়। সারা বিশ্বে লক্ষ লক্ষ  শিক্ষার্থী এটি ব্যবহার করছে। তাছাড়া গুগল, বিলগেটসের ফাউন্ডেশনসহ বিশাল প্রতিষ্ঠান এটি সমর্থন করে। এই খান একাডেমিতে হাজার হাজার ফ্রি ক্লাস ও ভিডিও রয়েছে যা শিক্ষার্থীকে প্রতিদিনে পাঠ্যপ্রস্তুক বা অনুশীলনে সাহায্য করে। এই খান একাডেমিতে প্লে থেকে ৫ম শ্রেনী, ৬ষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত ফ্রী ক্লাসের ব্যবস্থা করে থাকে।



খান একাডেমি একটি মার্কিন অলাভজনক প্রতিষ্ঠান।

২০০৬ সালে সালমান খান এই খান একাডেমি প্রতিষ্ঠা করে। এই খান একাডেমির স্লোগান ছিল, সকলের জন্য, সব জায়গায় বিনামুল্যে বিশ্বমানের শিপাদান।


খান একাডেমি অ্যাপসে যেসকল সুবিবী পাওয়া যায়।


  •  দেশী ও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শিক্ষাবিদ দ্বারা কনট কন্টেন্ট তৈরি।
  •  গুগল বা ফেসবুক দিয়েই লগইন করা যায়। 
  •  প্রতিটি ভিডিও হোস্ট হচ্ছে ইউটিউব। তাই যতবার ইচ্ছা ততবার দেখা যায়।
  • প্রতিটা অধ্যায়য়ের জন্য আলাদা আলাদা ভিত্তিত আছে, যা শিক্ষার্থীকে বুঝার সুবিধা করে দিয়েছে।
  • বিঙ্গান  ও কম্পিউটার এর জন্য সাধারণ জ্ঞানের ব্যবস্থা করা হয়েছে।
  • খান একাডেমি থেকে শিক্ষা অর্জনের জন্য কোন টাকা খরচ করতে হবে না।
  • সঠিক, সুন্দর ও বোঝযোগ্য জ্ঞান কীভাবে শিক্ষার্থীদের দিতে হয় তার নির্দেশনা রয়েছে খান একাডেমিতে।


ডুত্তলিংগো



ভাষা শেখার এক জনপ্রিয় অ্যাপ ডুত্তলিংগো। বিশ্বে ৩০টির বেশি ভাষা শেখার সুযোগ আছে, যেমন, ইংরেজি, বাংলা, স্পানিশ ফরাসি, উর্দু, হেন্দি, রুশ, চীনা, জাপানি আরো অনেক এই অ্যাপটির মাধ্যমে শিক্ষা যায়। এই অ্যাপটি শিগার্থীদের গেমিফিকেশনের  মাধ্যমে ভাষা শিক্ষানোর ব্যবস্থা করে রাখে।


তাই ভাষা শিক্ষা হয় সহজ ও  মজাদার। শিশু থেকে বয়স্ক সর্বস্তরের মানুষের জন্য রয়েছে সকল সুবিধা। গেমিফিকেশনের  মাধ্যমে শিখানো হয় বলে সবসময় তা অর্জনের মধ্যে সিমাবন্দ থাকে। একটি  ফোনে ডুবলিংগো অ্যাপ সহজেই ব্যবহার করা যায়।



গুগল কিপ




একটি সহজ ও ব্যবারযোগ্য নোট হলো গুগল কিপ। গুগল কিপের মাধ্যমে সহজেই কোন নোট করা, চেকলিস্ট  তৈরি করা, ছবিও ভয়েস রেকর্ড সহ দুর্দান্ত অনেক ফিচার নিয়ে গুগল কিপ। তাছাড়া গুগল অ্যাকাউন্ট স্কেন করলে সব জায়গায় আপনার নোট গুলো পাওয়া যাবে।







Leave a Comment